গেল সপ্তাহে দর কমেছে যেসব কোম্পানির

সূচকের পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৪টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে বিআইএফসির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো সপ্তাহের শুরুতে বিআইএফসির স্পিনিংয়ের ক্লোজিং দর ছিল ১১ টাকা ৯০ পয়সা। সপ্তাহের শেষ কর্মদিবসে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকা ৯০ পয়সায়। তারমানে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ টাকা ৯০ পয়সা বা ১৪.২৯ শতাংশ। এতে করে বিআইএফসি শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বিডি থাই ফুড ১০.৭৭ শতাংশ, প্রাইম টেক্সটাইল ৮.২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৭.৮৬ শতাংশ, কেডিএস এক্সেসরিজ ৭.৭৪ শতাংশ, হোয়াওয়েল টেক্সটাইল ৭.১৬ শতাংশ, জুট স্পিনার্স ৭.১০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৭.০৮ শতাংশ, এমারল্ড অয়েল ৫.৬৬ শতাংশ এবং সিএন্ডএ টেক্সটাইল ৫.৪৫ শতাংশ দর কমেছে।