সপ্তাহজুড়ে দর বাড়ল যেসব কোম্পানির

বিদেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৫টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৫৭টির দর বেড়েছে, ৪২টির দর কমেছে, ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে এবং ৭টির লেনদেন হয়নি। সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বেড়েছে কে এন্ড কিউয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহের শুরুতে কে এন্ড কিউয়ের উদ্বোধনী দর ছিল ২৪৯ টাকা ২০ পয়সা। শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩০২ টাকা ৩০ পয়সা। সপ্তাহের ব্যবধানে দর বেড়েছে ৫৩ টাকা ১০ পয়সা বা ২১.৩১ শতাংশ। এতে করে কে এন্ড কিউয়ের ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনারগাঁও টেক্সটাইল ১৯.৩৮ শতাংশ, মনোস্পুল পেপার ১৫.৮৩ শতাংশ, পেপার প্রসেসিংয় ১৫.৪৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটাল ১৫.৩৮ শতাংশ, সমরিতা হসপিটাল ১১.৮১ শতাংশ, ওরিয়ন ইনফিউশন ১১.৭২ শতাংশ, সাফকো স্পিনিংয় ১১.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্ন ১১.৫৯ শতাংশ এবং সানলাইফ ইন্সুরেন্স ১১.৫৬ শতাংশ দর বেড়েছে।