ব্লক মার্কেটে ৭ কোম্পানির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭ কোম্পানির আধিপত্যে লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে মোট ১১০ কোটি ৪ লাখ ৪৪ হাজার টাকা। সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩০ কোটি ৭৬ লাখ ৬ হাজার টাকা। ডিএসই সূত্র এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হলো: ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফরচুন সুজ, আইপিডিসি ফাইন্যান্স,
ম্যারিকো, সী-পার্ল হোটেল, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স এবং সোনালী পেপার।

অন্যান্য কোম্পানিগুলো হলো: ফরচুন সুজ ২৮ কোটি ৮৬ লাখ ৫৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্স ২০ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার টাকার, ম্যারিকো ৯ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকার, সী-পার্ল হোটেল ৭ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার এবং সোনালী পেপার ৫ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার টাকার।