শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

মাজহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৪টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে স্টান্ডার্ড ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে স্টান্ডার্ড ব্যাংকের ক্লোজিং দর ছিল ৯ টাকা ৬০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৯ টাকা ২০ পয়সায়। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪০ শতাংশ কমেছে। এতে করে স্টান্ডার্ড ব্যাংক শেয়ার দর পতনের তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: মাম বাটনে ১.৯৯ শতাংশ, জেমিনি সী ফুডে ১.৯৯ শতাংশ, এপেক্স ফুডস ১.৯৯ শতাংশ, স্টান্ডার্ড সিরামিক ১.৯৮ শতাংশ, জেএমআই হসপিটাল ১.৯৮ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স ১.৯৭ শতাংশ, রংপুর ফাউন্ড্রি ১.৯৭ শতাংশ, এপেক্স স্পিনিং ১.৯৬ শতাংশ এবং কে এন্ড কিউ ১.৯৪ শতাংশ শেয়ার দর কমেছে।