শেয়ার দর বৃদ্ধি পেয়েছে যেসব কোম্পানির

পতন থেমেছে শেয়ারবাজারে

মাজাহারুল আলম: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২০২টির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে প্রাইম ইন্স্যুরেন্সের ক্লোজিং দর ছিল ৭৬ টাকা ৩০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৩ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বড়েছে। এতে করে প্রাইম ইন্স্যুরেন্স শেয়ার দর বৃদ্ধির তালিকায় র্শীষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জিবিব পাওয়ার ৮.৩৩ শতাংশ, লুবরেফ ৭.২৬ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্স
৭.০৭ শতাাংশ, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স ৭.০৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স ৭.০৩ শতাাংশ, বিডিকম ৬.৯৩ শতাংশ, ডমিনেজ স্টিলের ৬.৮৮ শতাংশ, ইয়াকিন পলিমার ৬.৮২ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের ৬.৭৮ শতাংশ দর বেড়েছে।