কৃষি উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে: স্বপন ভট্টাচার্য

কৃষি উৎপাদন

কৃষি উৎপাদন ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

তিনি বলেন, বর্তমান সরকার কৃষকের সরকার। সরকার কৃষকের আশা-আকাঙ্খা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। প্রযুক্তিকে বাদ দিয়ে টেকসই কৃষি ব্যবস্থা সম্ভব নয়।

রবিবার (২৯ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেশন সিটিতে তিন সদিন ব্যাপী দশম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, কৃষকদের ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্ট কেনারে ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে সরকার। সব চেয়ে বড় সুবিধা হলো, যেসব কৃষি উদ্যোক্তা অথবা কৃষক সমিতি হারভেস্টর কেনে, তাদের মোট দামের অর্ধেক ভর্তুকি দেয় সরকার। হাওরে এটা ৭০ শতাংশ।

সূত্র: বাসস