রবিবার লেনদেনের শীর্ষে সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লোগো

জামাল হোসেন রুহানী: সপ্তাহের ১ম কার্যদিবস রবিবার (২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আসে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

এদিন প্রতিষ্ঠানটির প্রায় ৭০ কোটি ২৫ লক্ষ ৪৮ হাজার টাকার লেনদেন হয়। ৩৯ কোট ১৭ লক্ষ টাকা লেনদেন করার মাধ্যমে ২য় সর্বোচ্চ লেনদেনকারী প্রতিষ্ঠানের জায়গা দখল করে আই পি ডি সি ফাইন্যান্স লিমিটেড এবং আগের কার্যদিবসে শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেড ৩৫ কোটি ৭৩ লক্ষ ৩৩ হাজার টাকা লেনদেনের মাধ্যমে ৩য় স্থান অবস্থান করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ২৯ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ২৪ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকার, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ২৪ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকার, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৬ কোটি ৬৭ লক্ষ ৪৬ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ১২ কোটি ২৭ লক্ষ ৩৯ টাকার, সিআই ফর্মুলেশনস’র ৮ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার টাকার এবং শাইন পুকুর সিরামিক্স লিমিটেডের ৭ কোটি ৯৮ লক্ষ ১২ হাজার টাকার লেনদেন হয়।

আগের কার্যদিবসস বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিলো বেক্সিমকো এবং ২য় সর্বোচ্চ লেনদেন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের।