বাজার শুরুর ১০ মিনিটেই ৫০ পয়েন্ট উধাও!

সূচকের পতন

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৯ মে, ২০২২) শেয়ারবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। সকাল ১০ টা ১০ মিনিটে সূচক পড়ে যায় ৫৫ পয়েন্ট।

গেলো টানা তিনকর্মদিবসেই সূচকের পতন হচ্ছে। এতে বিনোয়াগকারীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। যদিও নিয়ন্ত্রক সংস্থার প্রধান বুধবার রাতে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে বাজার।

রিপোর্ট লেখা পর্যন্ত সূচক ৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৮ এ।