শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে কমিশন

শেয়ারবাজারের শীর্ষ মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার (১ মার্চ ) বিকেল তিনটার পরে আগারগাঁও সিকিউরিটিজ কমিশন ভবনে এই বৈঠক শুরু হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কমিশনে বৈঠক চলছে।

জানা গেছে, বৈঠকে শেয়ারবাজারের বিদ্যমান বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বাজারে নানা সমস্যা ও তার সমাধানের বিষয়ে মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিদের কাছ থেকে শুনবে কমিশন। একইসঙ্গে এই বৈঠক থেকে বাজারের উন্নয়নে দিকনির্দেশনা দিবে বিএসইসি।