সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনও ইতিবাচক পরিবর্তন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার মূল্য সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও গেলো দিনের দিনের তুলনায় বেড়েছে। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল থেকে ৬৮ কোটি ৭৯ লাখ টাকা বেশি। এর আগের দিন ডিএসইতে ৭৩০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৮৫ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২৯ কোটি ১৪ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।