আন্দোলনে উত্তাল নেপাল

আন্দোলনে উত্তাল নেপাল

মার্কিন অনুদান বিরোধী আন্দোলনে উত্তাল নেপাল। রোববার (২০ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে বিতর্কিত তহবিলটি পাসের প্রস্তাব তোলা হয় ।

আন্তর্যাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, তহবিলটি পাসের বিরোধিতায় পার্লামেন্ট ভবন ঘেরাও করে অন্তত কয়েক হাজার বিক্ষোভকারী। ব্যারিকেডের মাধ্যমে তাদের ঠেকানোর চেষ্টা করে পুলিশ।

নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে ক্ষুব্ধ নেপালিরা। তাদের প্রতিহত করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং ব্যাটন ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে দুই পক্ষের বেশ কিছু মানুষ আহত হয়েছেন।

২০১৭ সালে দেশটির বিদ্যুৎ সরবরাহ লাইন এবং সড়ক সংস্কার প্রকল্পে ৫০ কোটি ডলার অনুদানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু প্রথম থেকেই সরকারের শরিক দুটি বামপন্থী দল তহবিলের বিরোধিতা করছে। তাদের অভিযোগ, অগ্রহণযোগ্য শর্তের বিনিময়ে দেয়া হবে অনুদান। যা নেপালের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।