শেয়ার হাতবদলের শীর্ষে ফরচুন সুজ

ফরচুন সুজ

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেনের শীর্ষে অবস্থান করছে ফরচুন সুজ লিমিটেড। এদিন কোম্পানিটির ৯৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৭৭ লাখ ৬১ হাজার ৪০৭টি শেয়ার হাতবদল করেছে। কোম্পানিটির ৪৯ লাখ ৬২ হাজার ৫৩৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৫৬ কোটি ১৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৩৩ লাখ ৪১ হাজার ৪৪৫টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ৪৯ কোটি ২০ লাখ টাকা।

এছাড়া অন্য কোম্পানিগুলো হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সাইফ পাওয়ারটেক, সোনালী পেপার, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড।