এক নজরে ২০ কোম্পানির আর্থিক প্রতিবেদন

আগ্রহের শীর্ষে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানি চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো সূত্রে আর্থিক প্রতিবেদনের তথ্য পাওয়া গেছে।

  • ন্যাশনাল টিউবস: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ পয়সা, এর আগের বছর একই সময়ে লোকসান ছিল ১২ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ০৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৫২ টাকা ৬৯ পয়সা।

  • মতিন স্পিনিং: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৫ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫৫ টাকা ৪০ পয়সা।

  • আরগন ডেনিমস: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৬৪ পয়সা।

  • ইভিন্স টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ০১ পয়সা। এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৬৯ পয়সা।
  • ডেল্টা স্পিনার্স: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ০১ পয়সা, গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০৪ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) সমন্বিত লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত আয় (ইপিএস) ছিল ০৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা।

  • জিপিএইচ ইস্পাত: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা।
    এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ৫২ পয়সা।
  • এনভয় টেক্সটাইল: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৭ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে আয় (ইপিএস) ছিল ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৮ টাকা ৬৬ পয়সা।

  • নাভানা সিএনজি: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ০৬ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৪ টাকা ৬১ পয়সা।

  • হাক্কানী পাল্প: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ৪৬ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ৯৯ পয়সা।

  • আফতাব অটোমোবাইল: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ০৪ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫৭ টাকা ২৫ পয়সা।

  • রেনাটা: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৮৪ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২৫ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২২ টাকা ৩৯ পয়সা।

  • একটিভ ফাইন: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ১৭ পয়সা।

  • রহিমা ফুড: কোম্পানিটির দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২১ পয়সা।
  • পাওয়ারগ্রীড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩১ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১২০ টাকা ৪০ পয়সা।

  • শমরিতা হসপিটাল: জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০১ পয়সা।

এদিকে, দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৫ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫১ টাকা ৭২ পয়সা।

  • মেট্রো স্পিনিং: জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৫ পয়সা।

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২০ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২০ টাকা ২৪ পয়সা।

  • এএফসি এগ্রো: জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৪ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৩ পয়সা।

এদিকে, দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ৩৩ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৯ পয়সা ছিল। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮ টাকা ৩০ পয়সা।

  • ম্যাকসন্স স্পিনিং: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪০ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা ৭৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৮৬ পয়সা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫৪ পয়সা।

  • জুট স্পিনার্স: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৮৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যার শেয়ার প্রতি লোকসান ছিল ১১ টাকা ১৬ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে তথা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১.৬৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২২.৩২ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১৫.২৪ টাকা (নেগেটিভ)। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০ টাকা।