অ্যান্টিভাইরাসের আবিষ্কারক জন ম্যাকাফির আত্মহত্যা

জন ম্যাকাফি

অ্যান্টিভাইরাসের আবিষ্কারক জন ম্যাকাফি আত্মহত্যা করেছেন। বার্সেলোনার একটি কারাগারে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নির্মাতাকে গত বছরের অক্টোবরে স্পেনে পুলিশ গ্রেফতার করেছিলেন। ম্যাকাফির আইনজীবী রয়টার্সকে বলেছেন, ৭৫ বছর বয়সী ম্যাকাফি কারাগারে তার কক্ষে নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছেন।

জন ম্যাকাফির বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। প্রতিবেশীকে খুন, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে ট্যাক্স ফাঁকি, ক্রিপ্টোকারেন্সিসহ বহু স্ক্যান্ডাল কাণ্ডে তিনি কিছুদিন পরপর আলোচনায় আসেন।

১৯৪৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ-অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি।
সূত্র: বিবিসি