চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির ব্যাপক সংঘর্ষ, আটক ১৫

ব্যাপক সংঘর্ষ

চট্টগ্রাম নগরীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে ২ পুলিশসহ বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় নগরীর মহিলাদলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনিসহ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।

আজ সোমবার দুপুর ৩টার দিকে নগরের কোতোয়ালী থানার কাজিরদেউড়ি এলাকার বিএনপির কার্যালয় ভবনের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মোদির আগমনকে কেন্দ্র করে আলেম ওলামাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত সমাবেশের আয়োজন করে। এসময় পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতি থেকে সংঘর্ষে রুপ নেয়।

পুলিশ এসময় লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুঁড়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। এসময় তারা রাস্তায় থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ নাসিমন ভবন কার্যালয়ে ঢুকে ১৫ জনকে আটক করেন।

নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেন, ‘আজকের সমাবেশের বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছে।

এরপরও পুলিশ বিনা উস্কানিতে এ ঘটনা ঘটিয়েছে। আমাদের ২৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। আর ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।’

আরো পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে, গুলিতে নিহত পাঁচজন

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি গনমাধ্যমকে কিছু বলেন নি ।