জমে উঠেছে মিজান-লাভলু-বাশার পরিষদের নির্বাচনি প্রচারণা

মিজান-লাভলু-বাশার পরিষদ

কাস্টমস এজেন্টস এসোসিয়েশন নির্বাচনী প্রচারণা জমে ওঠেছে। এরই মধ্যে ব্যাপক সাড়া মিলেছে মিজান-লাভলু-বাশার পরিষদের। দিনরাত সদস্যদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্যানের প্রার্থীরা। এদিকে এসোসিয়েশনের আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে।

চলতি মাসের ১৮ তারিখ নির্বাচন হওয়ার কথা থাকলেও এটি অনুষ্ঠিত হবে ১ এপ্রিল। মুজিব শতবর্ষ উদযাপন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঘিরে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। পহেলা এপ্রিল সকাল  ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এসোসিয়েশন ভবনে ভোটগ্রহন হবে।

কাস্টমস এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে দুটি প্যানেলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছেন সদস্যরা। তবে প্রচারণা এবং জনপ্রিয়তায় অনেকটা এগিয়ে আছে মিজান-লাভলু-বাশার পরিষদ।

কাস্টমস এজেন্টস এসোসিয়েশন নির্বাচনে মিজান-লাভলু-বাশার পরিষদে ছাতা মার্কা প্যানেলে কাস্টমস সম্পাদক পদে লড়ছেন বেলায়েত হোসেন। চাঁদপুরের তরুন মেধাবী এবং সফল এই ব্যাবসায়ী এরইমধ্যে নির্বাচনী প্রচারনায় এরইমধ্যে বেশ গ্রহনযোগ্যতা পেয়েছেন।

নির্বাচন নিয়ে বেলায়েত হোসেন দেশ সমাচারের সাথে আলাপকালে বলেন- ‘নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। এসোসিয়েশনের সদস্যরা আমাদের মিজান-লাভলু-বাশার পরিষদের উপর আস্থা রাখবেন বলে বিশ্বাস করি’।

এসময় বেলায়েত হোসেন আরো বলেন ‘আমরা নির্বাচিত হলে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করবো । পাশাপাশি সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট অধিকার আদায়ে লড়ে যাবো’

আরো পড়ুন- কাস্টমস এজেন্টস সদস্যদের পাশে থাকতে চান বেলায়েত হোসেন