উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর গণহত্যার অভিযোগ হাস্যকর, অযৌক্তিক এবং ডাহা মিথ্যা। রোববার, নিয়মিত সংবাদ বিবৃতিতে এ সাফাই গান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইবলেন।
মিথ্যা তথ্যের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশ। তাদের বিন্দুমাত্র সন্দেহ থাকলে, জিনজিয়াং পরিদর্শন করুক- এমন প্রস্তাবও দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি, জিনজিয়াং প্রদেশের ‘সংশোধনাগার শিবিরে’ উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্যাতনের নতুন নথি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়। কয়েকটি দেশের পার্লামেন্টও একে দিয়েছে ‘গণহত্যা’ আখ্যা। যারফলে, বেইজিংয়ে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক বর্জনের কথাও উঠেছে।
জাতিসংঘের তথ্য অনুসারে, অঞ্চলটিতে বন্দি ১০ লাখের মতো উইঘুর মুসলিম। সংখ্যালঘুদের জোরপূর্বক ধর্মান্তরিত করা, চীনা মতাদর্শে দীক্ষিত করা, নারীদের বন্ধ্যাকরণ, ভ্রুণ হত্যায় বাধ্য করা এবং শুকরের মাংস খাওয়ানোর মতো অভিযোগও উঠেছে চীনের বিরুদ্ধে।।
আরো পড়ুন- করোনা আতঙ্কে উইঘুর মুসলিম