চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টায় দেশে ফিরবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩০ জানুয়ারি সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গিয়েছেন।
আরো পড়ুন- উপজেলা পরিষদে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা