তিন দেশ নিয়ে পুতিন-এরদোগানের আলোচনা

পুতিন

তিন দেশের আঞ্চলিক ইস্যু ও নানা সংকটে থাকা সমস্যা নিয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুই বিশ্বনেতা টেলিফোনে আজারবাইজানের নাগারনো কারাবাখ, সিরিয়া ও লিবিয়া নিয়ে কথা বলেন। এরদোগানের কার্যালয়ের বরাত দিয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, আঙ্কারা ও মস্কোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা হয়েছে। এসময় আঞ্চলিক ইস্যুতে তারা কথা বলেন।

যুদ্ধবিরতিতে থাকা নাগারনো-কারাবাখের স্থিতিশীলতার প্রতি গুরুত্ব দেন এরদোগান। সিরিয়ার গৃহযুদ্ধ কীভাবে সমাধান করা যায়, এটা যথাশীঘ্রই সবাইকে বের করার জন্য এরদোগান বিশেষ গুরুত্ব দেন। এরদোগান বলেন, ওই এলাকায় শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতার কোনো সুযোগই বেহাত করা উচিত হবে না।

আরো পড়ুন- ইরাকে অভিযান চালানোর পরিকল্পনা তুরস্কের