ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে আগামী ৪ মার্চ ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। তার সফর হবে ২৪ ঘণ্টার।
আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন ড. এস জয়শঙ্কর। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে।
বৈঠকে জ্বালানি, যোগাযোগসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। কোন কোন বিষয়ে আলোচনা হবে সেটি চূড়ান্ত করতেই জয়শঙ্করের ঢাকা সফর।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদির ঢাকা সফরের কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তখন তার আর ঢাকায় আসা হয়নি।
আরো পড়ুন- বাংলাদেশে দাদাগিরি করার কোনো উদ্দেশ্য ভারতের নেই: দোরাইস্বামী