১-৩ ডিগ্রি তাপমাত্রা কমে শীত বাড়ার আভাস

তাপমাত্রা কমার আভাস

তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দু’দিন কিছুটা তাপমাত্রা বাড়ার পর আবার ১ থেকে ৩ ডিগ্রি কমবে বলে জানায় আবহাওয়া অধিদফতর।  পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানায় তারা। এছাড়া দেশের অন্য কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশের কোথাও কোথাও ।

তাপমাত্রা কমার আভাস এ বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আর সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা ।

এসময় ঢাকায় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এদিকে বুধবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আরো পড়ুন- ভারতের উত্তরাখন্ডে হিমবাহ ধসে প্রায় শত মৃত্যু