নোয়াখালীতে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

আগুনে
প্রতীকি ছবি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাপরাশিরহাট বড় মসজিদসংলগ্ন মার্কেটে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাজারের ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাপরাশিরহাট বড় মসজিদসংলগ্ন মার্কেটে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

আগুনের লেলিহান শিখা দেখে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। এতে কসমেটিকস, জুতা, সেলুন, চা-দোকান, দধি দোকানসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরো পড়ুন-  চসিক মেয়র হলেন রেজাউল করিম চৌধুরী