চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতিসহ আটক ১

আটক

চাঁদপুর জেলা ছাত্রদলের দুই নেতা কর্মীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। এদের মধ্যে জেলা সভাপতি ঈমান গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহরিয়ার।

২৫ জানুয়ারি সোমবার সকালে শহরের কালিবাড়ী গুয়াখোলা রাস্তার মাথা থেকে তাদেরকে আটক করা হয় ।

গ্রেফতার হওয়া ঈমান গাজী শহরের গুয়াখোলা এলাকার মৃত আবুল খায়ের গাজীর ছেলে এবং শাহরিয়ার একই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয়রা জানান, শাহরিয়ার সকালে বাসা থেকে বের হয়ে বড় স্টেশন মাছঘাটে মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেন।

এদিকে মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, উভয় আসামী ২০১৮ সালের রাজনৈতিক মামলার পরোয়ানাভুক্ত আসামী। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে।

ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করায় তাৎক্ষনিক সহকর্মী নেতারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু হানিফ।

আরও পড়ুন- ভোটে জিতেই খুন হলেন বিএনপি সমর্থিত কাউন্সিলর