ভারতের শিবমোগা জেলায় আবালাগেরে গ্রামের কাছে হুনাসন্ডির কর্নাটকের একটি পাথর কোয়ারিতে ডিনামাইট বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশের কর্মকর্তাদের বরাতে এনডিটিভি এমন খবর দিয়েছে।
যে ৮জন নিহত হয়েছেন, তারা সবাই পাথর কোয়ারিতে ব্যবহারের বিস্ফোরক ট্রাকে করে নিয়ে এসেছিলেন। বিস্ফোরণে ওই ট্রাকটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
সেখানে এখনও কিছু ডিনামাইট সক্রিয় থাকতে পারে। যে কারণে আরও বিস্ফোরণের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কর্মকর্তারা।
বিস্ফোরক নিস্ক্রিয়কারী দলকে খবর পাঠানো হয়েছে; পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এস রভি বলেন, পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে। ম্যাঙ্গালুরু ও ব্যাঙ্গালুরু থেকে কয়েক ঘণ্টার মধ্যেই বোম্ব ডিসপোজাল ইউনিট পৌঁছে যাবে।
তিনি বলেন, কিছু বিস্ফোরক এখনও সক্রিয় থাকতে পারে, যে কারণে বোম্ব ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত কাউকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না।
আরো পড়ুন- ভ্যাকসিন উৎপাদনকারী সেরাম ইনস্টিটিউটে আগুন