ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক এবং জেলা ও দায়রা জজ সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। রাত সাড়ে ১১টার দিকে ইফার সাবেক পরিচালক হারুনুর রশীদ এ তথ্য জানান।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।
এদিকে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, করোনা নয়, বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছ। রাত ৯টার সময় তিনি স্বজনদের কাছে তার শরীর খারাপ লাগার কথা জানিয়েছিলেন। তখন তাকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১০টা ২০ মিনিটে মারা যান তিনি। হাসপাতাল সূত্র আরও জানায়, সামীম আফজাল এআইইসিতে ভর্তি ছিলেন।
সামীম মোহাম্মদ আফজাল টানা ১১ বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। গত বছরের ৩০ ডিসেম্বর তার মেয়াদ শেষ হয়।
আরো পড়ুন- কামাল লোহানীর জীবনাবসান