ইসলামী গানের শিল্পী নাহিয়ানের প্রথম স্থান অর্জন

ইসলামী গানের প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছে জনপ্রিয় ইসলামী গানের কিশোর শিল্পী সাঈদ মানছুর নাহিয়ান। দেশের অন্যতম ইসলামী গানের সংগঠন রেনেসাঁ সাহিত্য সাংস্কৃতিক সংসদ আয়োজিত ষান্মাসিক ইসলামী গানের প্রতিযোগীতায় এ সাফল্য লাভ করে সাঈদ মানছুর নাহিয়ান।

শিল্পী গোষ্ঠিটির উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় ষান্মাসিক এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ইসলামী সংগীতের শিল্পীরা অংশ নেয়। প্রতিযোগীতায় গ বিভাগে সকল প্রতিযোগীদের মধ্যে সাঈদ মানছুর নাহিয়ান প্রথম স্থান অর্জন করে।

শুক্রবার (১৯ আগস্ট, ২০২২) রায়পুর উপজেলার কেপ্টেন ফুড হাউজে জাকজমক অনুষ্ঠানে পুস্ককার তুলে দেয়া হয় সকল প্রতিযোগীদের। সসাস এর র্নিবহী পরিচালক জনাব আব্দুল্লা আল মামুন এবং রেনেসাঁ সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান জহিরুল ইসলাম আদনান সহ অন্যান্য গুনি জনের হাত থেকে প্রথম পুরস্কার নেন নাহিয়ান সহ অন্য বিভাগের বিজয়ীরা।

অনুষ্ঠানে অংশ নেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা। এছাড়া শিশু এবং কিশোর শিল্পীদের অভিভাবকরাও উপস্থিত হন অনুষ্ঠানে।

আরো পড়ুন: ইসলামী গানের শিশু শিল্পী নাহিয়ানের সাফল্য: কিশোর শিল্পী নাহিয়ানের আরেকটি সাফল্য