ফের ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ফের বন্ধ হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ১। আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার গ্যাজপ্রম ও নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ।

এদিকে পাইপলাইনের মেরামত নয়, রাশিয়া বর্তমান জ্বালানি সংকট নিয়ে খেলছে বলে অভিযোগ জার্মানিসহ পশ্চিমা বিশ্বের। তথ্য মতে জানা যায়, মেরামত, আগুন নিয়ন্ত্রণক্ষমতা পর্যবেক্ষণ, পাইপের নিরাপত্তাসহ নানা পরীক্ষা নীরিক্ষার জন্য বন্ধ হচ্ছে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন, যা দিয়ে রাশিয়া থেকে সবচেয়ে নির্ভরযোগ্য প্রাকৃতিক গ্যাস আমদানি করে জার্মানি।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে জার্মানিসহ ইউরোপে গ্যাস সরবরাহ। গ্যাসের নিয়মিত সরবরাহ একেবারেই বন্ধ হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে গ্যাজপ্রম ও নর্ড স্ট্রিম কর্তৃপক্ষ জানায়, মেরামতের কাজটা জরুরি বলেই গ্যাস পাইপলাইনটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে আবারও গ্যাস সরবরাহ শুরু হবে বলে আশ্বস্ত করেছে গ্যাজপ্রম।