শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

মার্জিন ঋণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ৯০ কোটি ২৬ লাখ ৮৩ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ৮৭ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে ডেল্টা লাইফ । কোম্পানিটির ৫৫ কোটি ৩২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: সোনালী পেপার, মালেক স্পিনিং, ইন্ট্রাকো, আইপিডিসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কেডিএস গার্মেন্টস ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।