প্রতিষ্ঠাবার্ষিকীতে গেস্টরুম নির্যাতন বন্ধসহ ৪ দাবি ছাত্র অধিকার পরিষদের

নানা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম বছর পদার্পণ ও ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে গেস্টরুম নির্যাতন বন্ধসহ ৪ দফা দাবি পেশ করে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুপুর ১২টা ৩০ মিনিটে সমবেত কণ্ঠে সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।  সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্ভোধন করেন সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদ খান, বর্তমান সভাপতি বিন ইয়ামিন মোল্লা। এরপর নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

কেক কাটা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আনন্দ র্যালি শুরু হয়। র্যালিটি ভিসি চত্বর, মলচত্বর, কলাভবন, মধুর ক্যামন্টিন হয়ে অপরাজেয় বাংলার সামনে সভাপতি বিন ইয়ামিন মোল্লার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ছাত্র পরিষদের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান কমিটির নেতৃবৃন্দ, ঢাবি শাখার সভাপতি ও ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন, সেক্রেটারির আকরাম হোসাইন ও ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দও উপস্থিত থাকেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা  সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, গেস্টরুম গণরুম নির্যাতন বিরোধী আইন, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের দাবিসহ চার দফা দাবি পেশ করেন।