ব্লক মার্কেটে শীর্ষে ওরিয়ন ফার্মা, সোনালী পেপারেও চাঙ্গাভাব

জামাল হোসেন রুহানী: সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ ফেব্রূয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ৩৭টি কোম্পানির এদিন মোট ৩৬ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়।

বৃহস্পতিবার ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয় অরিয়ন ফার্মার। এদিন কোম্পানিটির মোট ৭ কোট ৬২ লাখ টাকা লেনদেন করে।

এছাড় দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয় সোনালী পেপারের। এদিন কোম্পানিটির প্রায় ৭ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়।

৩ কোটি ৬৬ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে ব্লক মার্কেটে তৃতীয় সর্বোচ্চ লেনদেনকারী হিসেবে উঠে আসে স্কয়ার ফার্মাসিউটিক্যাল।

এছাড়া রেনাটা লিমিটেডের ৩ কোটি ৫৮ লক্ষ টাকা, গ্রামীণ ফোনের ১ কোটি ৪৭ লক্ষ টাকা, অগ্নি সিস্টেমের ১ কোটি ১৬ লক্ষ টাকা এবং ফরচুন সুজের ১ কোটি ১৭ লক্ষ টাকা লেনদেন হয় ব্লক মার্কেটে।