বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাচ্ছে

বুয়েটের ভর্তি

করোনাভাইরাস সংকটের কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর চিন্তাভাবনা করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ মে ও ১ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা এবং ১০ জুন চূড়ান্ত পরীক্ষা নিতে চেয়েছিল বুয়েট। তবে করোনা পরিস্থিতি নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম।

বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার জানিয়েছেন,আগামী ৫ মে বিশ্ববিদ্যালয় পরিষদের এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হবে । তাছাড়া চলমান লকডাউন শেষে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নেওয়া সম্ভব না। কবে নাগাদ পরীক্ষা নেওয়া হবে জানতে চাইলে অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেন, আগাম কিছু বলা যাচ্ছে না।

এর আগে ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন কার্যক্রম শুরু করে বুয়েট। যা গত ২৪ এপ্রিল বিকেল তিনটায় শেষ হওয়ার কথা থাকলেও ওইদিনই ভর্তি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে আগামী ৩ মে পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ- জাবির ভর্তি আবেদনের তারিখ ঘোষণা

এদিকে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখও পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ মের পরিবর্তে আগামী ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।