বিএনপি নেতা আসলামের জামিন, মুক্তিতে বাধা নেই

বিএনপির আলোচিত নেতা মোহাম্মদ আসলাম চৌধুরীকে রাজধানীর কোতয়ালী ও শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আইনজীবী জানিয়েছেন এই দুই মামলায় জামিন পাওয়ার ফলে তার মুক্তিতে বাধা নেই ।

রোববার (৩০ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী হাসিবুর রহমান।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হন বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তৎকালীন আহ্বায়ক আসলাম চৌধুরী।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

আরো পড়ুন- ৬ জুন পর্যন্ত বাড়লো কঠোর বিধিনিষেধ