ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

ড. তারেক শামসুর রেহমানের

রাজধানীর উত্তরার রাজউকের অ্যাপার্টমেন্টের নিজ ফ্ল্যাট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) কামরুজ্জামান সরদার জানান, ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের এক কর্মকর্তা জানান, তারেক শামসুর রেহমান ফ্ল্যাটে একাই ছিলেন। আজ অনেকে বেলা পর্যন্ত ফ্ল্যাটের দরজা বন্ধ থাকায় বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তারেক শামসুর রেহমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

ড. তারেক শামসুর রেহমান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন:- করোনায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালকের মৃত্যু

অধ্যাপক রেহমান গত দু’দশক ধরে আন্তর্জাতিক রাজনীতি, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে গবেষণা করছেন।