চার দিন ধরে হাসপাতালের লিফট বিকল, দুর্ভোগে রোগীরা

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গত চার দিন ধরে লিফট নষ্ট। এ নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা।

হাসপাতালে চিকিৎসারত এক রোগী বলেন, ‘চার দিন ধরে লিফট নষ্ট। এমনিতেই কিডনি সমস্যা, এর মধ্যে হৃদ্রোগের রোগী, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। একটা লিফট মেরামত হতে এত দিন লাগে? আর এত রোগী এখানে কিন্তু লিফট মাত্র একটি। যারা স্ট্রেচার নিয়ে এগিয়ে আসেন, তাঁরা সরকারি হাসপাতালের বেতনভুক্ত কর্মচারী হলেও দু’শ টাকা করে নিচ্ছেন। যেখানে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নিজ উদ্যোগে সহায়তা করার কথা, সেখানে উল্টো টাকা দিতে হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই।’

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলায় বার্ন, প্লাস্টিক ও রিকন্সট্রাক্টিভ সার্জারি, মহিলা সার্জারি, অপারেশন থিয়েটার। তৃতীয় তলায় শিশু বিভাগ, গাইনি অ্যান্ড অবস, এনআইসিইউয়ের মত জটিল রোগী ভর্তি। এ ছাড়া ছয় তলায় কিডনি বিভাগ ও হেমোডায়ালাইসিস ইউনিট। কিন্তু হাসপাতালের একমাত্র লিফট নষ্ট হওয়ায় সব রোগীকে চার দিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা পড়েছেন বয়স্ক ও জটিল রোগীরা, এতে করে মৃত্যুঝুঁকি বাড়ছে।

হেমোডায়ালাইসিসের একজন চিকিৎসক মো. শফিউল হক শিহাব বলেন, ‘যেখানে সিঁড়ি বেয়ে উঠতে আমারই সমস্যা হচ্ছে, সেখানে রোগীদের অবস্থার কথা নাইবা বললাম। কর্তৃপক্ষ লিফট দ্রুত ঠিক করার চেষ্টা করছেভ। আশা করা যায় দুয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। দূর-দুরান্ত থেকে আসা এসব রোগীদের দুর্ভোগ দ্রুত যাতে শেষ হয়, সংশ্লিষ্টরা সেই ব্যবস্থা নেবেন আশা করি।’

লিফট অকেজ হওয়ার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঠিকমতো চলছিল লিফট। বিকেলের দিকে হঠাৎ করেই ছিঁড়ে যায়। এতে করে আটকে পড়েন কয়েকজন। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লিফটের দরজা কেটে ভেতরের লোকজনকে উদ্ধার করেন। তবে বড় কোন দুর্ঘটনা ঘটেনি।’

রোগীদের দুর্ভোগের কথা স্বীকার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, ‘রোগীদের আসলেই অনেক কষ্ট হচ্ছে। বিশেষ করে কিডনি ও হৃদ্রোগের মত জটিল রোগীদের। এ জন্য লিফটি দ্রুত ঠিক করার চেষ্টা চলছে। প্রকল্পের লোকজন চার দিন সময় নিয়েছিল, দুদিন চলে গেছে। আশা করি আগামী বুধবারের মধ্যে লিফটি ঠিক হয়ে যাবে।’
সূএ;- আজকের পত্রিকাক