শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ১ লাখ ৪ হাজার ১৩৭ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ‘উন্নয়ন অগ্রযাত্রার দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে’ শিরোনামে ২০২৩-২৪ অর্থবছরের জন্য রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে বৃহস্পতিবার (১ জুন) উত্থাপিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ অর্থের পরিমাণ ১ লাখ ৪ হাজার ১৩৭ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ৯৯ হাজার ৯৭৮ কোটি টাকা যা পরবর্তীতে সংশোধন করে কমিয়ে ৮৫ হাজার ১৭০ কোটি টাকা করা হয়।

শিক্ষা ও প্রযুক্তি খাতের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ দেয়া হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা, যা চলতি অর্থবছরে ছিল ২৭ হাজার ৭০৩ কোটি টাকা। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩৩ হাজার ৬৫৩ কোটি টাকা।

এর বাইরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ১০ হাজার ৬০২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি অর্থবছরে এ বরাদ্দের পরিমাণ ছিল ৯ হাজার ১৫১ কোটি টাকা। শিক্ষা খাত ছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে ২ হাজার ৩৬৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা ২০২২-২৩ বছর সংশোধিত বাজেটে ছিল ১ হাজার ৮৪২ কোটি টাকা। ২০২৩-২৪ বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৩ হাজার ৬০৭ কোটি টাকা বরাদ্দ পেয়েছে, যা চলতি অর্থবছরে সংশোধিত বাজেটে ছিল ১২ হাজার ৮২১ কোটি টাকা।

২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫ লাখ কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা।