শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (৩১ ডিসেম্বর, ২০২২) সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৯ জুলাই, ২০২২) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানিটির (৩১ ডিসেম্বর, ২০২২) সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ টাকা ০৮ পয়সা। এদিকে গেল বছর একই সময়ে শেয়ার প্রতি ১৪ টাকা ০১ পয়সা লোকসান হয়েছিল। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) মাইনাস হয়েছে ১২৪ টাকা ৫৬ পয়সা।