ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২টির শেয়ারদর বেড়েছে। সোমবার দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সোমবার (২৪ জুন) সমতা লেদারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৫ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা প্যাসিফিক ডেনিমসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৯ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। আর ৪ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৭৬ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে আইসিবি।
দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ক্যাপিটেক ফান্ড, ইভিন্স টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, ইউনিলিভার, লিগ্যাসি ফুটওয়্যার, আলিফ ম্যানুফেকচারিং এবং পেপার প্রসেসিং লিমিটেড।