প্রায় দুই মাস বন্ধ থাকার পর প্যাসিফিক ডেনিমস লিমিটেডের উৎপাদন কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির উৎপাদনকেন্দ্র এবং আশপাশের এলাকার গ্যাস সংযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাবার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর শনিবার (২২ জুন) থেকে আবারও উৎপাদনে ফিরেছে কোম্পানিটি।
গত ২৮ এপ্রিল কোন পূর্ব সতর্কতা ছাড়াই প্যাসিফিক ডেনিমসের কারখানা এলাকার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় । কোম্পানিটির কারখানার উৎপাদন গ্যাস ভিত্তিক ক্যাপটিভ পাওয়ার নির্ভর হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় উৎপাদন। সেই থেকে প্রায় দু’মাস উৎপাদনকেন্দ্র বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরলো প্যাসিফিক ডেনিমস।