বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে ৬২ কোটি টাকা লেনদেন

লেনদেনে অংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বিদায়ী সপ্তাহে ১০ কোম্পানির সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিগুলোর মধ্যে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ব্যাংকটির ৬২ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে ব্যাংকটি সর্বশেষ দর ছিল ১২২ টাকা ৫০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ আল আরাফাহ ইসলামী ব্যাংকের ৫৪ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৩ টাকা ৮০ পয়সা।

তৃতীয় সর্বোচ্চ উত্তরা ব্যাংকের ২০ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৬ টাকা।

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- লাভেলো আইস্ক্রিমের ১৯ কোটি ১৮ লাখ টাকা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৭ কোটি ৭০ লাখ টাকা, বিএটিবিসির ১২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা, ওয়ালটন হাইটেকের ৯ কোটি ৬৩২ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা, বিএসআরম লিমিটেডের ৮ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকা এবং ন্যাশনাল পলিমারের ৮ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।