সিরিজের প্রথম ম্যাচে ভারত নারী দলের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ নারী দল। ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে আজ মাঠে নামছে বাঘিনীরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিকাল ৪ টায় শুরু হবে ম্যাচটি। গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। স্বর্ণা আক্তারের জায়গায় এসেছেন রিতু মণি।