ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরাইল

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের একটি স্থানে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের বরাতে ইরানে ক্ষেপণাস্ত্র হামলান এ খবর দিয়েছে আল জাজিরা।

ইসরাইলের স্থানীয় সময় শুক্রবার (১৯ এপ্রিল, ২০২৪) ভোরে এ হামলা চালানো হয় বলে এবিসি নিউজকে জানিয়েছেন সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা। প্রতিবেদনে ইরানের ইসফাহান শহরে বিস্ফোরণের খবরও দেয়া হয়। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, ইসফাহান শহরে নয়, শহরটির কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত শনিবার ইরান ইসরাইলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এর জবাব দেয়ার হুমকি দিয়েছিল নেতানিয়াহু প্রশাসন। তবে এ হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে কিনা, তা এখন পর্যন্ত জানা যায়নি।

এদিকে, ইসরাইল পাল্টা হামলা চালালে তার কঠিন জবাব দেয়া হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সম্প্রতি সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক কুচকাওয়াজে বলেছেন,
আমাদের মাটিতে ইহুদিবাদী শাসকদের (ইসরাইল) যেকোনো আক্রমণের কঠোর জবাব দেয়া হবে।