পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মো: সাইফুল হক ফয়সাল

মো: সাইফুল হক ফয়সাল, সম্প্রতি কানাডার বিখ্যাত ইউনিভার্সিটি অফ আলবার্টা থেকে টেক্সটাইল অ্যান্ড ফেব্রিকস এর উপর উচ্চতর গবেষণা ও পড়ালেখা সম্পন্ন করে কৃতিত্বের সাথে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

ড. ফয়সাল ছাত্র জীবনের শুরু থেকেই দক্ষতা এবং মেধার পরিচয় রেখে এসেছেন। এ যাবৎ বেশ কিছু আন্তর্জাতিক জার্নালে টেক্সটাইল এবং ফেব্রিকস সংক্রান্ত বিষয়ে তার অনেকগুলো প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ড. ফয়সাল এর পিতা মো: এমদাদুল হক এবং মাতা বেগম মুসলিমা হক তাদের সকল আত্মীয়-স্বজন এবং তার শুভানুধ্যায়ীগনের কাছে ছেলের জন্য দু‘আ প্রার্থী।

উল্লেখ্য ড. ফয়সালের পিতা একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, তার বড় ভাই মোঃ সাইদুল হক ফাহাদ একজন চার্টার্ড সেক্রেটারি এবং তারা নারায়ণগঞ্জ পিলকুনির স্থায়ী বাসিন্দা। ছেলের এই সফলতা এবং অর্জনকে তার পিতা সোনালী ব্যাংক পিএলসির প্রতি উৎসর্গ করেছেন।