ব্রাইটন ম্যারাথনে লাল-সবুজের প্রতিনিধি মো: আল আমিন মিয়া

লন্ডনে উপকন্ঠে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ব্রাইটন ম্যারাথন রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মো: আল আমিন মিয়া।

এবারের বিশ্ব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আল আমিন মিয়া ৪২ কিলোমিটারেরও বেশি ছুটে চলার নতুন এক অভিজ্ঞতা লাভ করেছেন।

ম্যারাথন সফলভাবে শেষ করার প্রতিক্রিয়ায় তিনি দেশ সমাচারকে জানান, ব্রাইটন ম্যারাথন সুস্থভাবে ফিনিশ আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এমন উঁচু নিচু রাস্তায় আমি কখনো রান করেনি। এটা ছিল আমার জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। প্রথম ১৫ কিলো ভালো ভাবে রান করি তারপর বাধ্য হয়ে ২৪ কিলোমিটার পর্যন্ত ইজি রান করি এরপর রান করাটা ছিল অকেন বেশি কষ্টের মাঝে মাঝে হাঁটতে হয়েছ মনে হচ্ছিল আজকে ফিনিশ করা হবে না রান ছেড়ে দেই। কিন্তু না আল্লাহর রহমতে অনেক কষ্ট হলেও সুস্থভাবে ফিনিশ করেছি

আল আমিন মিয়া, রান ফর বাংলাদেশ 🇧🇩এই স্লোগানে পুরো বিশ্ব রান করতে চান।

এর আগে তিনি মেরিন ড্রাইভ আল্ট্রা ৫০ কিমি, বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন (২০২৪), টাটা মুম্বাই ম্যারাথন (২০২৩), ভার্চুয়াল টিসিএস নিউইয়র্ক সিটি ম্যারাথন (২০২৩), সেইলর চট্টগ্রাম ২৫ কিমি রান (২০২৩), যশোর হাফ ম্যারাথন (২০২৩), ব্রাক্ষ্মণবাড়িয়া হাফ ম্যারাথন (২০২৩), বিমান হাফ ম্যারাথন (২০২৩), খুলনা হাফ ম্যারাথন (২০২৩), বঙ্গবন্ধু জেসিআই রাজশাহী হাফ ম্যারাথন (২০২৩), টিসিএস ওয়ার্ল্ড ১০ কিমি, বেঙ্গালুরু (২০২৩), বঙ্গবন্ধু জেসিআই ঢাকা হাফ ম্যারাথন (২০২৩), ইউসিআর সামার ১০ কিমি (২০২৩), লাদাখ হাফ ম্যারাথন (২০২২), অ্যাথলেথন মিরপুর হাফ ম্যারাথন (২০২২), উত্তরা ১০ কিমি (২০২২), দুসার্স রানসাফারি ২.০ হাফ ম্যারাথন, জলপাইগুড়ি, ভারত (২০২২), বিমান হাফ ম্যারাথন ৭.৫ কিমি (২০২২), অ্যাথলেটন মিরপুর হাফ ম্যারাথন ৭.৫ কিমি(২০২১) সহ অনেক ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মো: আলামিন মিয়া।