বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে যেসব কোম্পানি

দর বাড়ার শীর্ষে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ২৭ দশমিক ৬৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৪.৩০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ১৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২১.২০ টাকা। তালিকায় তৃতীয় স্থানে কেএন্ডকিউয়ের শেয়ার দর বেড়েছে ১৪ দশমিক ৪২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৮০.১০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–আলিফ ইন্ডাস্ট্রিজের ১৩.৫৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ১২.২৪ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১২.১৭ শতাংশ, ইনটেক লিমিটেডের ১১.৯১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ১১.৪৪ শতাংশ, কাট্টালী টেক্সটাইলের ১১.৩২ শতাংশ এবং ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের ১০.৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।