বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

দর পতনের শীর্ষ

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিদায়ী সপ্তাহের মঙ্গলবার দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে বিদায়ী সপ্তাহে শেয়াবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৪১১টি প্রতিষ্ঠানের মধ্য দর কমেছে ৩৪৩ কোম্পানির। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহে দর পতনের তালিকার প্রথম স্থানে ইনটেক লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ১৬.০৭ শতাংশ কমেছে।

শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলোঃ এএফসি এগ্রো বায়োটেক ১৪.১২ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১৪.১১ শতাংশ, ফরচুন সুজ ১৩.৫০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ১২.৫০ শতাংশ, ইভিন্স টেক্সটাইল ১২.৫০ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ১১.৯৮ শতাংশ, ওরিয়ন ইফিউশন ১১.৯৫ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস ১১.৫৩ শতাংশ এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড ১১.২৬ শতাংশ শেয়ার দর কমেছে।