বিদায়ী সপ্তাহে দর বাড়ার শীর্ষে যারা

দর বাড়ার শীর্ষে

বিদায়ী সপ্তাহের দেশের শেয়ারবাজার একদিন বন্ধ ছিল। যে কারণে সদ্য সমাপ্ত সপ্তাহে চার কর্মদিবস লেনদেন হয়েছে। গেল সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়াটিক ল্যাবরটরিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৬.৪৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

তালিকায় শীর্ষ থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: সেন্ট্রাল ফার্মার ১০ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৯.৬৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.৪৮ শতাংশ, পিপুলস লিজিংয়ের ৮.৭০ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৭.৮১ শতাংশ, সোনার বাংলা ইন্সুরেন্সের ৭.৫০ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৭.১৬ শতাংশ, প্রিমিয়ার সিমেন্টের ৬.৯২ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের ৬.৭৯ শতাংশ শেয়ারদর বেড়েছে।