শেষ কর্মদিবসে আশার আলো শেয়ারবাজারে

ব্যাপক পতনের পর টানা দ্বিতীয় দিনের মতো সূচকের উত্থানে শেষ হলো শেয়ারবাজারের লেনদেন। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। পাশাপাশি বৃদ্ধি পেয়েছে তিন শতাধিক কোম্পানির শেয়ারদর। বেড়েছে টাকার অংকে লেনদেন পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আজ ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনে অংশ নিয়েছে ৩৯৭ টি কোম্পানির মাঝে শেয়ারের দর বেড়েছে ৩০৩ টির, কমেছে ৪৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির।

ডিএসইতে আজ ৬১০ কোটি ০৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসে ছিলো ৪২২ কোটি ৮৩ লাখ টাকা। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৯ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪১ পয়েন্টে এসেছে।

তাছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে। দিন শেষে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ২৯৩ পয়েন্ট। অন্যদিকে ডিএস-৩০ সূচক ২৫ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।