সূচকের উত্থানে অবশেষে পতন থেমেছে শেয়ারবাজারে

পতন থেমেছে শেয়ারবাজারে

টানা পতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে এসে অবশেষে মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে এদিন ৩০৫টি কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর তথ্য সূত্র মতে, বুধবার (২০ মার্চ, ২০২৪) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৭২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ১২৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ২০৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৪২১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৪০১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৫টি কোম্পানির, বিপরীতে ৫২ কোম্পানির দর কমেছে। আর ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।