বিদায়ী সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমলো ৪৯ হাজার কোটি টাকা

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচকের পতন হয়েছে। আলোচিত সপ্তাহজুড়ে সূচকের সঙ্গে বাজার মূলধন কমেছে ৪৯ হাজার কোটি টাকার বেশি। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের শুরুতে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭৭ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৬৪৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন কমেছে ৪৯ হাজার ১৯২ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৪৩২ টাকা বা ৬ দশমিক ৫৭ শতাংশ।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৯৩কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এক সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৩১ দশমিক ০৭ শতাংশ।

সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪৪ দশমিক ৭২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে। সপ্তাহের শুরুতে সূচকটি ছিল ৬ হাজার ১১২ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসইএস’ সূচক ৩৬ দশমিক ০৯ পয়েন্ট কমেছে। আর ‘ডিএস-৩০’ সূচক কমেছে ৪২ দশমিক ৭৬ পয়েন্ট।

আলোচিত সপ্তাহে ডিএসইতে ৪১১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৯টির। আর ৩০১টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এ সময়ে ৩১টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।