ডিএসইতে ৬ হাজার পয়েন্টের নিচে সূচক

বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক বাধা অতিক্রম করে ৩৩ মাস পর ৬ হাজার পয়েন্টের নিচে নেমে গেলো মূল্যসূচক।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ মার্চ) লেনদেন শুরু হওয়ার ১৩ মিনিটের মাথায় ৯ দশমিক ৩০ পয়েন্ট পতনের পর ৫ হাজার ৯৯১ পয়েন্টে নেমে আসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স।

গতকাল মঙ্গলবার বড় পতনের পর আজ ৬ হাজার ৬ পয়েন্টে লেনদেন শুরু হয় বাজারে। লেনদেনের শুরুতেই প্রায় ১২ পয়েন্টের উত্থানে ১০ টা ৩২ মিনিটে সূচক ৬ হাজার ১৮ পয়েন্টে অবস্থান নেয়। তবে এরপর থেকেই শুরু হয় পতন। ঠিক লেনদেনের ১৩ মিনিট অতিক্রম করতেই সূচক চলে আসে ৬ হাজার পয়েন্টের নিচে।